যে রূপ- ফুল ও প্রেমের
প্রভাত আলোতে ত্যাড়ে উঠা পাপড়িতে
শুভ্র সুন্দর রঙের অপরূপ লীলা;
এর থেকেও ছড়ানো প্রাণ মাতানোর
সুগন্ধ- হয় মাতাল জোয়ারে বাঁধন
ছাড়া! প্রেম, সেই মুগ্ধ ফুলের দ্যুতিতে
স্বপ্ন আর আশা জাগা প্রফুল্ল পালা।
ধরে রাখতে চায় এ মন; মরণের
স্বাদ জাগায় হাজার বার! দ্যোতন!
এই-ই বুঝি হারালো, ফুরালো মলিন
হয়ে! বুঝে না রোদন, শোনে না বেদন!
বড়ই হেয়ালিপনা করে! প্রেম আর
ফুল একই আদলে কথা কয়! মন,
অশান্ত কেবল; বুঝে না বুঝে দহন
কালিমা আঁকে হৃদয়ে- অজানা ভূষণ।
—
⇒অষ্টকঃ আলো পেলে যেমন ফুল তরুণ হয়ে উঠে, ঠিক তেমনি প্রেম উপযুক্ততা পেলে প্রকট হয়ে উঠে।
⇒ষষ্টকঃ ফুল যেমন আপন লীলায় লাবন্য হারায় ঠিক তেমনি সময়ান্তে প্রেমের গাঢ়তা হারিয়ে যায়। ফুল যেমন মানুষের হৃদয়ে ভালো লাগার রেখাপাতে এঁকে থাকে ঠিক তেমনি প্রেম মানুষের হৃদয়ে স্থান করে নেয়।
–
যে রূপ- ফুল ও প্রেমের
তারিকুজ্জামান তনয়
২২শে ভাদ্র’ ১৪৩০, ঢাকা।