কালো মেঘ কথা রেখেছে | তারিকুজ্জামান তনয়


🖋️ কালো মেঘ কথা রেখেছে

তারিকুজ্জামান তনয়

সেবার চলে যাওয়ার সময় কালো মেঘ বলেছিল– “আবার দেখা হবে।”
আমি অবিশ্বাস নিয়ে অপেক্ষায় থেকেছি।

মেঘ কেটে গেলে আকাশ নীল হয়ে উঠল। পুরো আকাশ আলোয় আলোয় ছেয়ে গেল। কখনো একটি বা দু’টি, আবার কখনো একঝাঁক পাখি তীরবেগে কোথায় যেন উড়ে চলে গেল।

আকাশে চিলপাখিগুলো কখনো উত্তর, আবার দক্ষিণ—অর্থাৎ তাদের দৃষ্টি নীচু রেখে ধীর বেগে মনের খেয়ালে ভেসে উড়ে চলছে। সাদা মেঘ, তার উপর আরেক স্তরের তুলোরঙা সাদা মেঘ কোথাও স্থির, আবার কোথাও চঞ্চলতার খেয়ালে নানান ফুরসত দেখিয়ে ভেসে চলছে। ফুলগুলো সব কলি ছেড়ে হেসে ফুটে উঠছে। বাতাস ফুলের গায়ে এসে দোল দিয়ে আকাশকে হাতছানি জানিয়ে আপন মনে আরেক পানে ধেয়ে চলছে।

আহা! কত না শোভায় সেজে আছে চারপাশটা!

যেই না বিকেল পেরিয়ে গেল, অর্থাৎ পৃথিবীর আলোটা পড়ে এলো, ঠিক তখনই সাদা আলোর উজ্জ্বল তারাগুলো ফুলের মতো ফুটে উঠল আকাশ জুড়ে। আহা! কী অপূর্ব সুন্দর, কী মায়াময় দৃশ্য!

মানুষ সত্যিই কৃপণ—নিজের করে পাওয়ার মধ্যে সে ধনি ভাবে, কিন্তু নিজের করে ভাববার মধ্যে নয়। বরং নিজের করে ভাববার মধ্যেই বেশি ধনি হওয়া যায়।

এই সন্ধ্যার আঁধারে ঝোপঝাড়ের আড়াল থেকে জোনাকপোকার আলো জ্বেলে উঠছে। ঝিঁঝিপোকারাও দুয়োধ্বনি তুলছে। গাছের আড়াল থেকে নাম না-জানা পাখিদের ডাক ও তাদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে।

শেষে, গভীর রাত্রি বয়ে এলো। হঠাৎ কোথা থেকে যেন একরাশ হিমেল হাওয়া বয়ে এলো। ভালো লাগাগুলো মন ছুঁইয়ে উদ্বেলিত হয়ে উঠল বটে, কিন্তু একটা গভীর ভীতি হৃদয়ের গোড়া ছেয়ে উঠল তখন। তবুও মন—সে কেবল সৌখিনতার দিকে সাড়া দেয়; কেমন যেন অন্যরকম ভালো লাগাময় পরশ পেয়ে সে সুখী হলো।

রাত যখন আরও গভীর হলো, তখন চারপাশটায় কেমন যেন এক হিমহিম আবহ আচ্ছন্ন করে নিল। এরও কিছুক্ষণ পর সেই সাদা আলোর তারাগুলো আর দেখা গেল না। পরের দিন, সোনারোদে ভেসে থাকা অসম্ভব সুন্দর সেই নীল আকাশটাও আর দেখা গেল না।

সেই রাত্রিবেলা থেকে একরাশ ঘন কালো মেঘ কোথা থেকে যেন এসে বড় গম্ভীর হয়ে ছেয়ে রইল পুরো আকাশ জুড়ে।

শেষে বুঝলাম—
কালো মেঘ তার কথা রেখেছে।
আমার অবিশ্বাসটা চূর্ণ হলো।

“তোমরা গভীরভাবে দেখতে গেলে দেখতে পাবে,
সকল কিছুর আঁড়ালে কেবল পুনরাবৃত্তি ঘটে।”

kalo-megh-kotha-rekhechhe-tariquzzaman-tonoy

১৯/০৬/২০২৫
শেওড়া, ঢাকা।

bonopushpa

মানুষ সত্যিই কৃপণ—নিজের করে পাওয়ার মধ্যে সে ধনি ভাবে, কিন্তু নিজের করে ভাববার মধ্যে নয়। বরং নিজের করে ভাববার মধ্যেই বেশি ধনি হওয়া যায়।

 

“তোমরা গভীরভাবে দেখতে গেলে দেখতে পাবে,
সকল কিছুর আঁড়ালে কেবল পুনরাবৃত্তি ঘটে।”

 

তবুও মন—সে কেবল সৌখিনতার দিকে সাড়া দেয়; কেমন যেন অন্যরকম ভালো লাগাময় পরশ পেয়ে সে সুখী হলো।

 

 

সাহিত্য সুখী করে..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

🪭🪭🌳🌳🌼🌼🌼

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments