কাশফুল
শরতের হীম হাওয়ায় সাদা মেঘের ছুটাছুটি,
নদী পাড়ের সাদা কেশ তারই সাথে মাতামাতি!
নীল আকাশের মণি ওই লাল টিপ সূর্য,
সাদা মেঘের ফাঁকে সোনালী আলো পড়ে কাঁশফুল হয় অপূর্ব!
কোথাও আছে থোকা থোকা, আবার কোথাও নেই,
সারা বেলা পাখির কিচিরমিচির, রাতে রাজ্য শেয়ালের!
দূর পানে ওই হাওয়া, ধেয়ে এলো সারা বেলায়,
উড়ে গেলো কেশ ওই সুদূর দূরের শ্যামল ছায়া ঘেরা গাঁয়!
নিশীরাতের রূপালী চাঁদ ঢেলে দিল রূপালী আলো,
আর হাওয়া দোলা দেয় ঢেউ-এ ঢেউ-এ ঝলমলো!
কে আছে- কে বাসে না ভালো,
নীল আকাশ, সাদা মেঘ, হাওয়া মিশে হয় একাকার-
দেখে ওই কাশফুলগুলো!
কাশফুল
তারিকুজ্জামান তনয়
০২-০৭-২০২৫
শেওড়া, ঢাকা।
প্রকৃতিপ্রেমিরা প্রকৃতির সৌন্দর্যে প্রেম রূপে চেনে
“সাহিত্য সুখী করে.”