কে ভুল বুঝেছে
আমাকে কে কে ভুল বুঝেছে- বলো।
আমি তাদের প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো।
আর তার কাছে গিয়ে এ কথাই প্রথমে বলবো–
আমি তো মানুষ, ভুল বুঝে অনুতপ্ত হতেই পৃথিবীতে এসেছি।
আর এটাই আমার পরকালের পুরস্কার হবে।
কে ভুল বুঝেছে
তারিকুজ্জামান তনয়
“গোলাপ ফোটে কেবল তোমার জন্যই- তুমি জানো?.”