খুকী ও প্রজাতির গল্প – কবিতা – তারিকুজ্জামান তনয়
খুকী ও প্রকাজাপতির কথা
তারিকুজ্জামান তনয়
আমি ভাই ছোট্ট মেয়ে;
প্রজাপতি- তুইও ছোট!
সারা বেলা ফুলে ফুলে ঘুরিস,
আমায় সঙ্গে নিয়ে চলো।
তুমি ভাই কেমন করে ডানা মেলে উড়ো?
আমার ভাই ডানা নাই, মন আছে যে বড়!
ও প্রজাপতি— শোনো শোনো,
থেমে যা না, আমায় সঙ্গে নে না,
রাজার দেশের গল্প শোনিয়ে দেবো!
প্রজাপতি তুই ভারি দুষ্টু,
উড়ে উড়ে চল;
পা-খানি মোর বড্ড ছোট্ট,
সাথে কেমন করে সাথে সাথে যাব?
নে না, তুই তোর রঙিন ডানায়,
এফুল-ওফুল পরে;
আচ্ছা করে মজা হবে
ফুলের সুবাস পেয়ে।
আর যদি ভুল করিস,
মাকে দিব বলে;
আচ্ছা করে বকে দেবে,
তখন কেমনে মজা হবে?
–
প্রজাপতি বলে-
আমি ভাই এমনই আত্মভোলা,
এফুল- ওফুল মোর ঘর;
দিনের বেলায় রোদ এসে যায়,
মেঘের বেলায় ঝড়!
ও ছোট্ট খুকী,
মাকে ছেড়ে কেমন করে রবি
বাহিরকে করে আপন?
–
খুকী-
মায়ের ভূবন স্বর্গ যেমন,
আসমান- জমিনের চেয়েও দামি;
তাই বলে কি দেখবো না কো-
জগৎময়ের ছবি?
–
২৪ মে’২০২৫
শেওড়া, ঢাকা।
মূল পেইজ : সাহিত্য সুখি করে – বুনোপুষ্প
🍒🦜🍒🦜🍒🦜🍒🦜🍒