কিসে দুঃখ
দুঃখিনী দুঃখ করোনা
সে কি জানো-কেন দুঃখ করো?
বীজ বপণ করেছ
পঁচে গেছে বলে কেন মরো?
আকাশ ভাঙিয়া পড়েছে মাথায়
তুফানে ছিন্ন-ভিন্ন ঘর,
কেন নিষ্ঠুর আর্তনাদ, তা-ও কী জানো?
গরলে শরীরময় নীলাভ আবরণ
শিরা-উপশিরা, গলা পুড়ছে তোমার
তীব্র যন্ত্রণায় তর্জনীর নিষ্ফল আকুতি-
ফিরিয়ে দাও, বাঁচিয়ে দাও এই প্রাণ।
কেন এ ভিখারী দশা
কেন সুখের আশা
মনে আছে তবে, কথা দিয়ে এসেছ ভবে,
শর্তও দিয়েছে মোরে-
পরীক্ষায় পাশ করে এসো
আমরণ যেখানে রবে।
দুঃখ হবে অধর্মে
সুখের আশে নহে।
–
কিসে দুঃখ
তারিকুজ্জামান তনয়
১২ ফেব্রুয়ারি ২০১৮
ময়মনসিংহ