কিছুতেই কিছু চাইলে না
তুমি কিছুতেই কিছু চাইলে না।
বরং হেয়ালি করে চোখ এড়িয়ে গেলে।
তোমার হাতের কাছে একটা ফুল ফুটে
বাতাসে দোল খেলে গেল; হেসে হেসে
তোমার মুখের পানে কাতর হয়ে চেয়ে রইলো।
কিন্তু তুমি, কিছুতেই দেখলে না।
আলো, বাতাস, মৌমাছি সবাই এলো;
কিন্তু তুমি তার কোন মূল্য দিলে না।
ওহে!, সময় চলে যায় অতি আনন্দে;
কিন্তু চলে গেলে আর ফিরে আসে না।
আজ এ চোখের জল একদিন শুকিয়ে যাবে হয়তো;
সেদিন তুমি করুণা করে চেয়েও সামান্য জল পাবে না।
কথা দিয়েছিলাম– রবো তোমার;
কিন্তু তুমি কিছুতেই কথা দিলে না।
কী যেন বুঝালে; অশান্ত মন আমার
নিজে নিজেই পেল সান্ত্বনা।
এই ভীরু মনের করুণ মরণ জ্বালা,
তুমি ওই নীল চোখে কিছুতেই নীল চাইলে না।
হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা তুমি– বন্ধ করে দিয়ে
তোমার ওই চোখের কোণ ভিজে তুললে;
তবুও কিছু চাইতে হাত ছড়ালে।
তুমি– কিছুতেই কিছু চাইলে না।
কিছুতেই কিছু চাইলে না
তারিকুজ্জামান তনয়
২৩শে ভাদ্র ১৪৩০
৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা।