কথা ও স্মৃতি
একটু কথা, একটু স্মৃতি,
কথায় কথায় কেমনে ভুলি!
গোপন করে অনেক চাওয়া,
মনের মাঝে অনেক কথা।
পাখি ডাকে গাছের আড়ে,
পরাণ নাচে মধুর তানে।
নয়ন জলে ব্যথার সুধা,
মনের ফুল তোমায় সাধা।
পেতে চাও হাতটি বাড়াও,
মনের রঙে রাঙিয়ে নাও।
ছড়া : কথা ও স্মৃতি
তারিকুজ্জামান তনয়
নভেস্বর’২০২৪