কোনো কথা নাই

স্ত্রী:
আর হবে না কোনো কথা, আড়ি আড়ি আড়ি…
আসলে কাছে বসলে পাশে দেখবে শেষে উল্টো পিঠের ছবি।
হাসলে পরে খিলখিলিয়ে যদি শব্দ ওঠে ভারি,
আচ্ছা করে বকে দেবো কান খানি লাল করি!

তওবা তওবা তা হবে না
কোনো কথা নাই, আড়ি আড়ি আড়ি…

সূয্যি দেখে ফুলের হাসি বাতাস আরও বয়,
রাত্রি পরে চাঁদের হাসি তারারা মিটিমিটি কথা কয়!
ওসব থাকুক যেন-তেন আমার কিচ্ছু নয়,
শত ঢংয়ে বিজলি নাচুক আর একটি কথাও নয়!
মাছির মতন ভনভন করে ঘুর যদি- পিছেপিছে,
খেঁকশিয়ালের মত খ্যাপে গিয়ে বিড়াল ছানার মত খামচি খাবে!

তওবা তওবা তা হবে না
কোনো কথা নাই, আড়ি আড়ি আড়ি…

এক বিকেলের মিষ্টি রোদেল আর বিকেলে নেই,
এমন ভিন্ন হও কি করে তোমার সাথে একটি কথাও নেই!
ঢং যদি কর এত, তবে নিত্য কেন নাই,
গোলাপ ছিঁড়ে এনে বললেই হয়- ‘ক্ষমা চাই।’

তওবা তওবা তা হবে না
একটি কথাও নাই, আড়ি আড়ি আড়ি…

স্বামী:
কেমন করে রাগে এমন কেমন যেন করে,
টুকটুকে লাল বধূর মুখে এমন সাজ কেমন করে আঁকে!
হাসলে বরং বেজায় মানায় গোলাপ ফুলের রঙে,
রাগলে লাগে হুতুম প্যাঁচা পেত্নী তারে বলে!😜😃

কোনো কথা নাই
তারিকুজ্জামান তনয়
১৪ মে’২০২৫
সকাল, শেওড়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments