লক্ষকোটি ভালোবাসা নিও
হাজারো ডালা ভরা লক্ষকোটি গোলাপ এনেছি
সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে। হে প্রিয়,
তোমাকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা জানাই।
হাজারো ভুবনের সমস্ত আলো এনেছি,
তোমার হাসির স্তোত্র জানাতে।
ঐ নীল ভরা আকাশ, তার গায়ে ভেসে চলা বলাকারা,
লক্ষকোটি বছর ধরে আকাশের গায়ে
গেঁথে থাকা ভালোবাসার গল্পগুলো- সব এনেছি।
যে নীল, যে বলাকা, যে গল্পটা
প্রেমিকার হৃদয় পুড়ে প্রেম গজিয়েছে
তার প্রতিটা অনুভূতিই তোমার করে দিতেই এনেছি!
রুহ’র সৃষ্টি লগ্ন থেকে ঐ পারের অনন্ত জীবন অবধি
মহাশূন্যের ওপরে, তারও উপর পর্যন্ত বিস্তৃত,
তারও উপরের অসীম সীমানা জুড়ে
বেগুনি রঙের সকল শিখা তুলে এনেছি-
তোমার মন রঞ্জিত রঙে প্রেম রস ভরে উঠবে প্রেমে!
আমার স্পন্দন, আমার রক্তের প্রতিটি ফোটা, আমার ধ্যান,
অবচেতনের চেতন কামনা; কামনার ফুল ও তার সুবাস;
অন্তরের ভেতর অন্তর আত্মার গহীন তলে খিড়কি খোলা আবেদন,
ধ্বনিতে ধ্বনিতে মুখরিত অর্থ ও অর্থহীন সকল ভাষা;
আনন্দ বা বিষাদ চুইয়ে জমে উঠা চোখের জল ও তার
ছলছলানিতে আলোর খেলা।
গুপ্ত আরও সুপ্ত চিৎকার গুলোর আওয়াজ,
হৃদয় নিঙড়ানো শুভেচ্ছা-
লক্ষকোটি ভালোবাসা নিও। হে প্রিয়,
তোমাকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই।
হে প্রিয়, লক্ষকোটি ডালাথরা উপচে পড়া সতেজ ফুলের ভালোবাসা নিও।
–
লক্ষকোটি ভালোবাসা নিও
তারিকুজ্জামান তনয়
১৪ই ফেব্রুয়ারি’২০২৪
১লা ফাল্গুন’১৪৩০
ঢাকা।
অসাধারণ, ভাই। 💝
ধন্যবাদ ভাই।