লক্ষকোটি ভালোবাসা নিও

হাজারো ডালা ভরা লক্ষকোটি গোলাপ এনেছি 

সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে। হে প্রিয়, 

 তোমাকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা জানাই।

 

হাজারো ভুবনের সমস্ত আলো এনেছি,

তোমার হাসির স্তোত্র জানাতে।

 

ঐ নীল ভরা আকাশ, তার গায়ে ভেসে চলা বলাকারা,

লক্ষকোটি বছর ধরে আকাশের গায়ে

গেঁথে থাকা ভালোবাসার গল্পগুলো- সব এনেছি।

যে নীল, যে বলাকা, যে গল্পটা

প্রেমিকার হৃদয় পুড়ে প্রেম গজিয়েছে

তার প্রতিটা অনুভূতিই তোমার করে দিতেই এনেছি!

 

রুহ’র সৃষ্টি লগ্ন থেকে ঐ পারের অনন্ত জীবন অবধি

মহাশূন্যের ওপরে, তারও উপর পর্যন্ত বিস্তৃত,

তারও উপরের অসীম সীমানা জুড়ে

বেগুনি রঙের সকল শিখা তুলে এনেছি-

তোমার মন রঞ্জিত রঙে প্রেম রস ভরে উঠবে প্রেমে!

 

আমার স্পন্দন, আমার রক্তের প্রতিটি ফোটা, আমার ধ্যান,

অবচেতনের চেতন কামনা; কামনার ফুল ও তার সুবাস;

অন্তরের ভেতর অন্তর আত্মার গহীন তলে খিড়কি খোলা আবেদন,

ধ্বনিতে ধ্বনিতে মুখরিত অর্থ ও অর্থহীন সকল ভাষা;

আনন্দ বা বিষাদ চুইয়ে জমে উঠা চোখের জল ও তার 

ছলছলানিতে আলোর খেলা।

গুপ্ত আরও সুপ্ত চিৎকার গুলোর আওয়াজ,

হৃদয় নিঙড়ানো শুভেচ্ছা- 

লক্ষকোটি ভালোবাসা নিও। হে প্রিয়, 

তোমাকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই।

 

হে প্রিয়, লক্ষকোটি ডালাথরা উপচে পড়া সতেজ ফুলের ভালোবাসা নিও।

লক্ষকোটি ভালোবাসা নিও

তারিকুজ্জামান তনয়

১৪ই ফেব্রুয়ারি’২০২৪

১লা ফাল্গুন’১৪৩০

ঢাকা।

4.3 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Md. Rifat Hossain Redhoy
Md. Rifat Hossain Redhoy
12 days ago

অসাধারণ, ভাই। 💝