মর্মজয়ী প্রিয়

চোখ চেপে রেখেছিলাম;

তবুও এক ফোটা জল ঝরে পড়ল।

তুমি আসার পথে এই আমার পুষ্পাঞ্জলি–

                                জেনো, হে প্রিয়!

 

মোর প্রাণের এই অনুভবটুকু চিরতরুণ;

প্রভাত নিমন্ত্রণের ফুলকলি তার বুক চিরে, নূতন পাপড়ি–

যেমন বাঁধন ছেড়ে হাসিমুখে সুবাস নিয়ে ফুটে ওঠে… তোমার– 

পথের দিকে চেয়ে থেকে আমার দেওয়া এ অশ্রুঞ্জলি,

ওই প্রস্ফুটিত উদ্দাম আনন্দের মেলা।

                                 -জেনো, প্রিয়!

                                -জেনো হে আমার মর্মজয়ী প্রিয়!

মর্মজয়ী প্রিয়

তারিকুজ্জামান তনয়

৮ই ডিসেম্বর ২০২৩

শেওড়া পাড়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments