মেঘ হয়ে
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘের বাড়ি কই আমি তো ভয়হারা নই।
পাশে এসে বসলে গল্প শোনাবো হেসে,
ভয় দেখালে- ভয়ে মরি দেবো তখন আড়ি।
একলা জেগে তখন গগন পরে একাই রবি।
আমায় সাথী করে চল তোর পেখম মেলে ধর,
নীল আকাশের গায়ে সাদা মেঘে ভেসে-
দাদুর কাছে দাদীর চিঠি শোনাবো হেসে হেসে।
দাদু লাজে হেসে লুকালে চিঠি তখন,
বৃষ্টি ঝরিয়ে ভিজে দেবো আমরা লুকাবো তখন।
—–
ছড়া : মেঘ হয়ে
তারিকুজ্জামান তনয়
16-10-2023 শেহড়াপাড়া।