মিথ্যেটুকু বদনাম

সত্য নয়; মিথ্যেটুকু ফিরে এল ঘুরে,

শত হাত বদল করে- মোর আঙিনায়!

ক্ষুব্ধ হয়েছি বটে, ভেবেছিও ফিরে ফিরে,

এত তুচ্ছ; অথচ নিন্দুকের কাছে মূল্যবান?

যা হয়নি, যা হবার নয়- তা রটিয়ে বলে চাক্ষুষ সাক্ষী

বর্ণনা অতি মিষ্ট ও চমৎকার! অভিনয়টুকু অতি প্রবল!

ফুটন্ত কয়লার স্যাঁকা খেলেও বুঝি

হবে না এমন নিখুঁত বর্ণন! বদনাম সুন্দর!

 

ভাবি পরে কি আছে পিছে পড়ে বদনাম ছিটেছিটে!

ওহে, এতটুকু হাল ছেড়ে দে’না আর- মিথ্যেকে ছিঁড়ে!

যেমন করে হৃদয় উঠে কেঁপে শোনে বদনাম,

তেমন হীনতায় হৃদয়ে জমে নাই কালি, হয়নি পাথর!

তবে জেনো, ক্ষমা দাও, আঁড়াল করো, দাও বিনয়-

মিথ্যে ছেড়ে এই ব্রত থাকুক জনম জনমের আলোয়!

মিথ্যেটুকু বদনাম

তারিকুজ্জামান তনয়

২৫ মে’২০২৫

শেওড়া’ ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments