মনে স্পর্শ
যা ডাক তা কি পাও-
ডেকে ডেকে ফেনা তুলো;
তবু তাই কী পাও?
মন যদি কেঁদে ডাক
তবে তা ক্ষণেই কী পাও?
কায়া মনে তুলে দু’হাত
স্মরণে বিধাতা, ধী, মিতি।
যৌক্তিক-যৌক্তিক, কাজ-কাজ,
তবেই তো হবে সঠিক সাজ।
মনে প্রাণে যদি কুলষ লালো
সকল সাজে;
তবে, চলার পথে পাবে এমনই সঙ্গ;
সে জোগাবে রসদ; পরক্ষণেই পুড়বে তোমার অঙ্গ।
ওহে! যা ডাক, তা পাও-
তবে, ভালো ভালো সব লালন করে নাও।
–
মনে স্পর্শ
তারিকুজ্জামান তনয়
–
‘মনে স্পর্শ’ কবিতাটির নেপথ্যেঃ ডাকা অর্থাৎ পেতে হলে প্রাণপনে মন থেকে ডাকতে হয়। তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা যায়। এরকম ডাকে তুমি ভালো-মন্দ দু’টো জয় করাতে পারবে। তবে, মন্দ তো আর কারো কাম্য নয়, তাই ভালোকেই বেশি বেশি ডাকো।
১০ সেপ্টেম্বর’ ২০১৮, বাসা-সকাল-৮ঃ৪১ মি.। ময়ম.