মনোরঙ্গ

দুপুর রোদের আগে, দোলা যদি লাগে,
ফুল ঝরে যায়, পাতা ঝরে যায়-
উদাস প্রাণে ময়ূরপঙ্খি নাচে।
চিকন চিকন ঘাসে, শিশির এসে বসে,
চিক-চিক-চিক হীরের ছটা, আলোয় আলোয় ভাসে-
উদাস প্রাণে ময়ূরপঙ্খি নাচে।
মাঠের কোণ থেকে, ডাক দিল কে- প্রাণে,
ঘর ভেঙেছে তাই জেনেছে, শিকল গেছে টুটে-
উদাস প্রাণে ময়ূরপঙ্খি নাচে।
–
মনোরঙ্গ
তারিকুজ্জামান তনয়
৭মে’২০২৫ ঢাকা।