না বলা দুঃখ

আমি আর কিছুই বলবো না।

লাল টুকটুক চুড়ির মতোই-

হৃদয় আমার চূর্ণ হয়ে যাক!

‘বউ কথা কও’- ডাকলে পাখি

তার সাথেও দেবো আড়ি;

কোকিল ডাকলে তেঁড়ে দেবো,

গেয়ে গেয়ে গোল করে যদি।

আচ্ছা! আমি কেন যেন

নিজের কাছে নিজেই হারাই।

ফুলের মতো একা একাই হেসে

ঐ একা একাই প্রাণ মাড়াই।

আমি যে শুধুই..শুধু শুধু সাধি,

ভরা নদীতেও লাগে খালি খালি।

বসন্ত বাগানে আলোর তুড়ে

ঝলোমলো ফুল সুবাস ছড়ায়ে যায় 

-হৃদয় রঙিন করে। এ-ই সুখ রয়

আধো আধো সামান্য দুঃখে দুঃখে।

না বলা দুঃখ

তারিকুজ্জামান তনয়

০৯/১০/২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments