নিজেকে দক্ষ করে তুল
নিজেকে দক্ষ করে তুলতে পারলে–
নিজেকে সময় দাও। তুমি সূর্য হয়ে উঠবে।
দ্যাখো, পৃথিবীর সবকিছুকে পুড়িয়ে নেবার সক্ষমতা
যদিও সূর্যের আছে; তবুও কত বিনয়ী।
তোমাকে, এই আমাকে কত যতনে সেবা দিয়ে যাচ্ছে।
নিজেকে দক্ষ করে তুল
তারিকুজ্জামান তনয়
২০২৪