নির্মল

কবিতার খাতাখানি ভরে আছে স্বপ্ন লিখে লিখে,
বাগানগুলো যেমন ফুল ফোটে হেসে হেসে!
এক গুচ্ছ স্বপ্ন আর ডালা ফুল ছিটিয়ে দিলাম তোমার তরে,
বৃষ্টি ঝড়ে ঝরঝর মৃদু-মন্দ ছন্দ তুলে তুলে!
গীতিময় দিনটুকু ছন্দিত হোক পদ্মের ছন্দে ঝরণার উল্লাসে,
তুমি-আমি এটুকুই নীরব ধ্বনি বটে প্রতিটি স্মরণে স্মরণে!


নির্মল ছন্দ 🥰🥀🩵
তারিকুজ্জামান তনয়
১৫ জুন’২০২৫
শেওড়া, ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments