ওই হাসনাহেনা ফুল..
ওই হাসনাহেনা ফুল, হাওয়া এসে দোল দিয়ে যায়,
তার মনে কত সুখ।
ওই হাসনাহেনা ফুল..
কাঁচা সবুজ পাতা পাশে, সাদা ফুলের হাসি ফোটে,
বায়ু ছুটে সুবাস লয়ে– ওই!
ওই হাসনাহেনা ফুল..
মেঘ জমেছে গগন পরে, ঘন বর্ষণ ওই এলো বলে–
সতেজ হাওয়ায় মনে সুখের দোল!
ওই হাসনাহেনা ফুল..
রাত্রি এলে দোয়ার খোলে, মিষ্টি সুবাস ছড়ায় প্রাণ খুলে,
ওই চাঁদ-তারারা সঙ্গী হয়ে–
প্রেমেই প্রেমে– সুখ!
ওই হাসনাহেনা ফুল..
ওই হাসনাহেনা ফুল..
তারিকুজ্জামান তনয়
১৭ সেপ্টেম্বর ২০২৫, শেওড়াপাড়া।
‘প্রকৃতি ও মনের মাঝে কী অপূর্ব মিতালী। তুমি-আমি সবাই মুগ্ধ হই কেবল।