পুতুলের বিয়ে
ছড়া
এক যে ছিল বিয়ে বাড়ি
পুতুল ছিল বর,
আলতা পায়ে কণের সাজে
দুষ্টু মেয়েদের রব।
বরযাত্রী এলো দেরি করে,
দিন গেল যে ডুবে;
কোনজনা তাহার বধূ বটে,
না পেয়ে– বর, গোসসা বনে গেছে।
তারিকুজ্জামান তনয়
৩০ অক্টোবর ২০২৫ শেওড়া।
বরযাত্রী এলো দেরি করে,
দিন গেল যে ডুবে;
🌼🌼🦋🦋📌📌🌺🌺🌼🌼