রূপসী সাগর
রোদের রূপালী আলোয়
সাগর হয়েছে রূপসী কন্যা;
রূপ তার উত্তাল,
বইছে রূপের বন্যা।
হুম হুম গর্জন
কারে যেন কী চায় বলিতে;
হাওয়ায় মেতেছে মাতাল খেলায়
ঢেউয়ে ঢেউয়ে অপূর্ব নৃত্যে।
ওপারেই ডুবেছে আকাশ
নীল আর কালো মেঘ— সবই;
না জানি কত গভীর
তার নীল বুকের ছবিখানি।
রূপ রূপ অপূর্ব রূপ
রূপসী সাগরের খেলা,
মন চায় থাকি বসে
যেন— না ফুরায় বেলা।
রূপসী সাগর
তারিকুজ্জামান তনয়
০৪ অক্টোবর’২০২৫
সমীতিপাড়া, কক্সবাজার