সে কথাই
প্রেমিক তার প্রেমিকার জন্য যতটা ফুল মনে আঁকে, তার চেয়ে ঢের বেশি বিচ্ছেদের নানান বিভীষিকার কথা মনে করে সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে। আর প্রেমিক, এভাবেই খাঁটি প্রেমের গন্ধ পেয়ে থাকে। গভীরতা যত বেশি হয়, ততই মৃত্যুর চেয়ে সে ফুলের মূল্য বেড়ে যায় তার কাছে। আমরা সমুদ্র দেখি, এর বিশালতা দেখি। বিশাল আকাশ দেখি, দেখি এর রঙ-বেরঙের বৈচিত্র্য। অথচ প্রেমিক,তার ও দু’চোখে শুধুই প্রিয়ার ওই সুনীল চোখ দু’টোকে খুঁজে ফিরে। সে তার সমস্ত চিন্তা, চেতনা ও ভাবনাগুলোকে কেবল তার প্রিয়াকেই লক্ষ করে। আর এভাবেই প্রেমিক, নিজেকে সে সুখী মনে করে।
সে কথাই
তারিকুজ্জামান তনয়
১৩ জুলাই’২০২৫, ঢাকা।