সত্য সর্বদাই সত্য
সত্য সর্বদাই সত্য। সত্যের একটা শক্তি আছে।
তাই বলে ভেবো না– মিথ্যের কোনো শক্তি নেই।
অন্তত তোমার পরিষ্কার চোখকে ঘোলাটে করে দিতে পারে।
মিথ্যে এমন শক্তিশালী যে, তোমার মন দুর্বল হলে–
সত্যের ধারে কাছেও পৌঁছাতে পারবে না।
সত্য সর্বদাই সত্য
তারিকুজ্জামান তনয়
২০২৫
#বাংলা_শায়েরী