সবাই ভালো কাজ করে

সবাই অনেকগুলো ভালো কাজ করে।

কিন্তু শয়তান তন্মধ্যে একজনের করা মন্দ কাজকে

উপরে তুলে ধরে, ভালো কাজের গুণ থেকে

গুরুত্ব সরিয়ে দেয়। আর এভাবেই-

মন্দ কাজের হতাশাগুলো

মানুষের শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেয়।

ফলে ভালো কাজের স্বাদ পুড়ে ভস্ময় হয়ে যায়।

আর এভাবেই তুমি হয়ে উঠো ধর্মহীন।

 

সবাই ভালো কাজ করে

তারিকুজ্জামান তনয়

২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments