সময়, ফুলের পাপড়ির মতো
সময়, ফুলের পাপড়ির মতো
-পুলক জাগিয়ে হারিয়ে যায়।
সকালবেলা মনে হয়
-ফুলের পাপড়িটি আমার ত্বরে।
দুপুরে সে আরও সুন্দর। কিন্তু-
বিকেলে মলিন হয়ে যায়।
আর সন্ধ্যায় ঝড়ে পড়ে।
তখন নীরবে বিদায় জানানো ছাড়া-
আর কোনো উপায় থাকে না।
–
সময়, ফুলের পাপড়ির মতো
তারিকুজ্জামান তনয়
২০২৫