সন্ধ্যা আকাশে তারা চেয়ে দেখ
তুমি সন্ধ্যা আকাশে তারা চেয়ে দেখ
কিছু নীরব কথা বয়ে নিয়ে আঁধারে জ্বলল।
দিনগুলো ছিল মধুর রঙে রাঙা,
সেই বেলার কথাগুলো ছিল মায়াময়,
তোমার আমার স্বপ্নগুলো ছিল মধুময়;
আজ সেই কথা, সেই দিনগুলো অশ্রুতে ভেজা স্মৃতিময়।
তুমি সন্ধ্যা আকাশে তারা চেয়ে দেখ
কিছু নীরব কথা বয়ে নিয়ে আঁধারে জ্বলল।
এতটুকু ভুল ছিল না তখন যখন প্রেমে খাতা শুরু,
সবটা এসে শেষ হলো তখন যখন চাওয়া-পাওয়া শুরু।
তবে কি ভেবেছিলে– তবে কি ছিল শুরুতে
কথা দেওয়া-নেওয়ার বন্ধন? সেই তো হলো
তবে, স্মৃতির সোনালী দিনগুলো আজ
নীরব বেদনায় আঁধারে লুকালো..
তুমি সন্ধ্যা আকাশে তারা চেয়ে দেখ
কিছু নীরব কথা বয়ে নিয়ে আঁধারে জ্বলল।
–
সন্ধ্যা আকাশে তারা চেয়ে দেখ
তারিকুজ্জামান তনয়
২০ জুন’২০২০, ঢাকা।