তবুও উত্তর পেল – তারিকুজ্জামান তনয় | বাংলা আধুনিক কবিতা
তবুও উত্তর পেল
তবুও ভালো– মন কিছু পেল।
একলা ভাববার দিনগুলোতে,
প্রশ্ন-উত্তরে– মন কিছু পেল।
ঘন কুয়াশার মাঝে সবই ঘোলাটে,
কী অস্বস্তিটাই না মেলে!
স্মৃতিটুকু ফের ফিরে প্রশ্ন করে–
কী উত্তর পেলে?
‘তারে বলি যতই না– সবকিছুর উত্তর মেলে না।’
কখনো তা মেনে নেয়, কখনো ফের প্রশ্ন জাগে–
কী উত্তর পেলে?
মন, সে তো ফণা তোলা উন্মাদ গতি;
অচেনার ধূমে তাই কাঙাল বেশে খুঁজে ফিরি।
শেষে, যদিও পেল– পেল নির্মল উত্তর:
‘আজও তার অশ্রু ঝড়ে যায় নিরবে,
মেঘের তলে– মেঘের গর্জনে।
তার খোলা চোখে চেয়ে থাকে আজও;
যদিও আছে– পায়ে-পড়া মল।’
–
তবুও উত্তর পেল
তারিকুজ্জামান তনয়
১১ অক্টোবর ২০২৫
সকাল, শেওড়াপাড়া।
‘তারে বলি যতই না– সবকিছুর উত্তর মেলে না।’
কখনো তা মেনে নেয়, কখনো ফের প্রশ্ন জাগে–
কী উত্তর পেলে?
📌আর্ট
📌গান
📌ছড়া
🌸🌼🌻🪷🌹