তাই আমি সেজেছি
তুমি রঙিন, তাই আমি সেজেছি।
তুমি পবিত্র ও সুন্দর, তাই–
আমি ফুলকে ভালোবাসি।
তুমি চির চেনা ঐ সুনীল আকাশ,
তাই তুমি যত দূরেই–
আমি তোমাকেই…
তুমি সুন্দর হাসির মুগ্ধ দ্যুতি;
ফুলের বাগান ছোঁয়ে চলা বাতাস,
তুমি উচ্ছ্বল ঐ আওয়লা চুলে
মাতাল বায়ুর খুশি।
তুমি কলি ছুটা স্বদ্য ফুটা ফুল;
মাতাল করা তাজা সুরভীর
চনমনে উদ্বেল।
তুমি আঁধারের আধার;
তুমি আঁধার গায়ে জ্বলা মিটিমিটি তারা।
তুমি ঘুম ভাঙা পৃথিবীর প্রথম আলো।
তুমি সাধের সাথী। তুমি স্বপ্ন।
তুমি পাপড়ির ডগায় জমে ওঠা
শিশিরে আলোর খেলা। পবিত্র।
তুমি এমন, তাই আমিও সেজেছি।
–
তাই আমি সেজেছি
তরিকুজ্জামান তনয়
১৬-১০-২০২৩
ঢাকা।