তৃষ্ণা
হে প্রিয়তমা,
তোমার ওই মুখের হাসি
আমায় কেবল ব্যকুল করে তুলে।
তোমার চোখের চঞ্চল চাহনি
কোনো এক সন্ধ্যার বর্ষণ ধারার ঝংকার বেজে ওঠে।
তোমাকে আমার স্পষ্ট করে বলার যেন
আর তেমন কিছুই নেই; তবুও
রাশি রাশি কথার মালা জমে আছে।
আরব্য রজনীর হাজার রাত্রি জেগে শুধুই,
তোমার চোখে চোখ রাখার ব্যাকুলতা ভরা তৃষ্ণার–
খেয়ালী উষ্ণতাময় ব্যাকুলতা ভরা যাতনার– প্রেমটুকু জাগে।
ওগো! করজোড় মিনতিটুকু–
অতি অল্প সময় হলেও;
না হয় বিজলি-সম ক্ষণ,
তবুও– এসো।
তৃষ্ণা
তারিকুজ্জামান তনয়
১২-১২-২০২৩