তোমাকে মনে পড়লে

তোমার কথা মনে পড়লে আমি দুঃখী হয়ে পড়ি।

পৃথিবীর সমস্ত করুণ সুরগুলো হৃদয় জুড়ে

ঝনঝন করে বেজে উঠে যেন। পৃথিবীর সবচেয়ে

শক্তিশালী বস্তুটিও নীরবে ধরা দেয়।

ফুলগুলোও মলিন, পাখির ভেজা সুর,

ওই নীল আকাশটা লক্ষ্মী ছাড়া। বয়ে চলা বায়ু উদাসী।

চোখ স্থির হয়ে হৃদয়েতে রক্তক্ষরণ করে শুধুই।

 

তোমার কথা মনে হলে, আমি এতো নিঃস্ব হই-

যেন আমার আর কেউ নেই। আমার কিচ্ছু নেই।

পাথরের চেয়েও শীতল মনে হয়।

ভিখারি, দুঃখিত, এতিম, অসহায়;

মৃত্যুর সামান্য আগের মুহূর্তের মতো

–শীতল নীরবতা ঘিরে ধরে।

 

তোমার কথা মনে পড়লে আমি.. 

(এমন দুঃখী অনুভূতি জাগে, তা প্রকাশ করার ভাষা 

আজো পৃথিবীর বুকে নেই। এ ভাষা-

কেবল বোবা কান্নার বোবা অশ্রুর সাথে মিশে

অন্তর তলে অন্তরে জেগে ওঠে কেবল। সে আমায় কেবলই-

সবার চক্ষু আড়ালে কাঁদায়। এ ব্যথাতুর ভাষা-

সর্বজ্ঞ বিধাতার কাছের মিনতি মাখা বিস্তৃত 

দুঃখী হওয়ার ভাষা। এ দু’টি প্রাণের প্রেমময় দুঃখী আলো।)

…সমুদ্রের কোলাহলের সাথে নীরবে কথা বলি শুধু।

 

তোমাকে মনে পড়লে

তারিকুজ্জামান তনয়

আনুমানিক- ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments