তুমি একান্ত সুখের কেউ
তোমার চোখ চুইয়ে পড়া অশ্রুকে যদি
অঞ্জলি দিতে চাও, আমি নেবো।
তোমার সেই চোখ ভরে ওঠা জলের কারণ কী-
তা আমি জেনেছি। আমার এই নীরবতার কারণ যদি-
তুমি না জানো; তাহলে আমি কেঁদে
তোমাকে আমার মনের কথা বুঝাতে যাবো না।
আর যদি জেনে থাকো, তবে-
আমার প্রকাশ ব্যর্থতা জেনে তুমি উল্লাস করো না।
তোমার চোখের অশ্রু- বুঝে নিও,
আমাকে ফতুর করে রেখেছে।
আমি আমার ডায়রিতে
তোমার নাম ছলনাময়ী নিষ্ঠুর বলে লিখে রাখবো।
আর এভাবেই-
অব্যক্ত মূর্ছনার আড়ালে প্রতিশোধ নিতে থাকবো।
কাউকে বুঝতে দেবো না- তুমি আমার;
তুমি একান্ত সুখের বিকশিত নীরব সুখটুকু।
আর এভাবেই আমার অভিযোগটুকু
অনুযোগ হয়ে থাকবে অনন্তকাল।
–
তুমি একান্ত সুখের কেউ
তারিকুজ্জামান তনয়
৫ই ফেব্রুয়ারী’২০২৪।
ঢাকা।