তুমি ওই সুনীল আকাশের মতো

তুমি ঐ নীল আকাশের মতো

শুভ্র সুন্দর, অপরূপা।

আকাশে নীল সাগরে–

চাঁদ, তারা, সূর্যালোর আনন্দ মিতালী;

ঠিক তেমনি আমার স্বপ্নগুলোতেও আছো!

আমার যত অনুরণীত হৃদস্পর্শী স্পন্দনের

শতশত আল্পনাময় রঙ–

তা ওই তোমাকেই চেয়ে;

তোমাকেই ঘিরে।

 

তুমি আকাশে নীলের মাঝে

গুপ্তচূড়া সুপ্ত মায়া।

তুমি ওই তেড়ে ওঠা, ধেয়ে চলা,

শান্ত গতির মেঘমালার শ্রী!

 

তুমি রক্তিম রঙে আঁকা আকাশ!

তুমি প্রভাতের স্নিগ্ধ কোমল শশীর-

প্রভাত আলোর আনন্দ মেলা!

 

তুমি শান্ত কিংবা অশান্তের

তুষ্টি ঘেরা শান্ত অপরূপা!

 

তুমি উড়ে চলা বলাকাদের

সেই আত্মভুলা রূপসী।

তুমি ওই বিশাল আকাশ জেনেও-

আমায় আকাশী করতে চাওয়ার

বাজিকর রমণী!

 

আমি আমার হৃদয়কে

সাদা কবুতরের মতো ছেড়ে দিতে- 

হই বাঁধন ছাড়া!

 

তুমি ঐ সুনীল আকাশ;

তুমি ঐ মুক্ত রাণী বেশী

-নীলীমা দেবী! –তুমি–সেই–

 

তুমি ঐ সুনীল আকাশের মতো

তারিকুজ্জামান তনয়

১১-১০-২০২৩

শেহড়া পাড়া, মিরপুর।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments