তুমি অপূর্ব সুন্দর
তুমি অপূর্ব সুন্দর।
ঝরঝরে মুক্তার দানাতে আলো মিশে গিয়ে উজ্জ্বল আনন্দ ধারা ছুট চলে যেমন!
তুমি ফুটফুটে গোলাপ। শুভ্র সৌন্দর্য ঘেরা বাগান।
তুমি ঐ ফুলের রঙিন প্রজাপতি। ভ্রমরের মাতোয়ারা গান।
ভেসে চলা একদলা সাদা মেঘ, ঠিক নিঃসঙ্গ হরিণীর উদাসীনতা ভরা তনমন;
ঠিক তুমি, একটু খানি হাসির কাকলি, যেন ঐ পাগল করা বহ্নি!
এ কথার আড়ালে ও কথা! আর ও কথাটুকুই ভালোবাসার ছুরি!
–
তুমি অপূর্ব সুন্দর
তারিকুজ্জামান তনয়
অক্টোবর’২০২৪